দেশ ব্রেকিং নিউজ

নজরবন্দি অনুব্রত বললেন খেলা হবে

নির্বাচনের ঠিক দু’‌দিন আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফের নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডলকে। বুধবার বিকেল ৫টা থেকে আগামী ৩০ এপ্রিল সন্ধ্যে ৭টা পর্যন্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নজরবন্দি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারেন দাপুটে তৃণমূল নেতা।
অষ্টম দফায় অর্থাৎ ২৯ এপ্রিল বীরভূম জেলায় নির্বাচন। তার আগে মঙ্গলবার বিকেল থেকে সেই জেলার দাপুটে তৃণমূল নেতার উপর কড়া নজর রাখবে কমিশন। এত দীর্ঘ সময় কোনও নেতাকে নজরবন্দি করে রাখা নিঃসন্দেহে বেনজির সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের অবশ্য অভিযোগ, নির্বাচন কমিশন গেরুয়া শিবিরের কথায় কাজ করছে। জানা গিয়েছে, কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। তাঁর কথায়, ‘‌এটা কমিশনের রুটিনমাফিক ডিউটি। শান্তিপূর্ণভাবেই ভোট হবে। খেলা হবে।’‌
এদিন সিবিআই দপ্তরে যাওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছিল। করোনা আবহ দেখিয়ে তিনি যাবেন না বলে জানিয়ে ছিলেন। তাই পাল্টা প্রতিশোধ নিতে এই নজরবন্দি করা হল বলে মনে করা হচ্ছে। ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনের নির্দেশ অনুযায়ী বাইরে যেতে পারবেন না অনুব্রত। পুলিশ–প্রশাসনের নজরেই থাকতে হবে অনুব্রতকে। করোনাভাইরাসের তাণ্ডবে আগেই কোপ বসেছে নির্বাচনী প্রচারে। শাসকদল থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই শেষ দফার প্রচার বাতিল করেছেন।