রাজ্য

‘‌মানুষ খেলতে খেলতে ভোট দেবে’‌

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজনৈতিক আকচা–আকচি শুরু হয়ে গেল। আর তাতেই তপ্ত হয়ে উঠেছে ভোটের আবহ। এবার ‘‌মানুষ খেলতে খেলতে ভোট দেবে’‌ বলে নয়া দাওয়াই দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপরই তিনি বলেন, ‘‌তামিলনাড়ুতে ১ দিনে ভোট, আর পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট। যা মনে হচ্ছে, তাই করছে।’‌ এই মন্তব্যের জবাব দিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘‌হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসা উচিত।’‌
আগে একাধিক নির্বাচনের সময় অনুব্রতর মুখে শোনা গিয়েছে, চড়াম–চড়াম, গুড়–বাতাসা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তবে বিরোধীরা দাবি করেন, নির্বাচনের সময় এইসব কথা বলে তিনি নাকি আতঙ্কের পরিবেশ তৈরি করেন! এবার ৮ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে কি আপনি চিন্তিত?‌ এক সংবাদমাধ্যমের করা প্রশ্নের জবাবে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা বলেন, ‘‌আমি চিন্তিত নই। মানুষ উন্নয়নে স্বার্থে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। মানুষ খেলতে খেলতে গিয়ে ভোট দেবে।’‌
পাল্টা সংবাদমাধ্যমে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘‌একজন কংগ্রেস নেতাকে বলতে শুনলাম, ৮ দফা কেন, শাসকদলে যে ধরণের সন্ত্রাস করে, তাতে ১২ দফায় ভোট হলে ভালো হত। আর ওঁর তো হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসার কথা। এই দলটার আসলে কোনও লজ্জা–শরম নেই।’‌