ভোলে ব্যোম এর পর শিব শম্ভু রাইস মিলে হানা সিবিআই আধিকারিকদের। সোমবার সকালবেলাতেই তারা এই রাইস মিলে হানা দেন। দলে রয়েছেন চারজন আধিকারিক । সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছেন দুজন এফসিআই -এর আধিকারিকও। ইতিমধ্যেই রাইস মিলে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দিদির ছেলে, তার মা ও বাবার নামে এই রাইস মিল। অর্থাৎ অনুব্রত মন্ডলের দিদি ও জামাইবাবুর নামে এই রাইস মিল।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর ‘ভোলে ব্যোম’ রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। এরপর রবিবার বিদ্যুৎবরণ গাইন নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের ঠিকানা ছিল নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে শনিবার ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হয় তৃণমূল নেতাকে। সেখানে তৃণমূল নেতাকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাই আধিকারিকরা। সেই মোতাবেক তাকে ফের চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।