রাজ্য লিড নিউজ

Mangalkot Blast Case: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত

মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মূল অভিযুক্ত অনুব্রতর পাশাপাশি অভিযুক্ত ১৪ জনকে মুক্ত ঘোষণা করেছে আদালত।

২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোট থানার মল্লিকপুর গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণে কেবুলাল শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই বছরই অক্টোবর মাসে চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। সেই চার্জশিটে অনুব্রত মণ্ডল সহ মোট ১৫ জনের নাম ছিল। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজের নামও ছিল মঙ্গলকোট বিস্ফোরণ মামলার চার্জশিটে।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়ে সে বছরেই। আজ সকালে আসানসোল জেলা সংশোধনাগার থেকে অনুব্রতকে নিয়ে আসা হয়ে কলকাতায়। বিধাননগর এমপি-এমএলএ কোর্টে পেশ করা হয় তাঁকে। মামলার শুনানিতে এই মাসের শুরুতেই তিনি হাজিরা দিয়েছিলেন আদালতে। আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। জানানো হয়েছে তথ্য প্রমাণের অভাবে ১৪ জনকেই মুক্তি দিল আদালত।

উল্লেখ্য, এই মুহূর্তে গরুপাচার মামলায় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা। অনুব্রত জেলে যাওয়ার পরেই জল্পনা ছিল। এবার দল তাঁকে নিয়ে কোন পদক্ষেপ নেবে সেই বিষয়ে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি দলের বিশেষ অধিবেশনে জানান, বীরের সম্মানে ফিরিয়ে আনা হবে অনুব্রতকে।