রাজ্য লিড নিউজ

Anubrata Mandal: ‘আমি নির্দোষ’, মঙ্গলকোট মামলায় আদালতে দাবি অনুব্রতর

মঙ্গলকোটের অশান্তি মামলায় বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এই মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন এই তৃণমূল নেতা। শুক্রবারও রয়েছে মামলার শুনানি। তবে ওইদিন আর সশরীরে আদালতে হাজির হতে হবে না তাকে। ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন মামলায় নাম জড়ানো সকলেই।

বৃহস্পতিবার বিধাননগর আদালতে আসার আগে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বেরিয়ে স্বমহিমায় দেখা যায় কেষ্ট মণ্ডলকে। পঞ্চায়েত ভোট নিয়ে তার মন্তব্য, ব্যাপক ভোট হবে।আদালতে ঢোকার মুখে বীরভূমের দাপুটে নেতাকে অভিষেক বন্দোপাধ্যায়কে ইডি তলব নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান কেষ্ট।

উল্লেখ্য, বাম আমল থেকে চলা পুরনো একটি মামলায় বিধাননগর আদালতে হাজিরার নির্দেশ পেয়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আসানসোলের জেল থেকে বিধাননগর আদালতে আনা হয় তাকে। ২০১০ সালে মঙ্গলকোটের একটি রাজনৈতিক অশান্তির মামলায় নাম রয়েছে অনুব্রত সহ ক’য়েকজন জনপ্রতিনিধির। যা আগে চলছিল বারাসতের বিধায়ক-সাংসদ আদালতে। পরে ওই আদালত বিধাননগরে স্থানান্তরিত হয়।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর গরু পাচার মামলায় জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে অনুব্রতকে। কিন্তু তার আগেই বিধানগর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছেন তিনি। হাজিরার পর ফের আসানসোল জেলের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত।