অনুব্রতের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন স্বামী শিবঠাকুর, সেই শিবঠাকুরের স্ত্রী লিপিকা এবার জয়ী শাসক দলের টিকিটে। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটি, ১৬৫ নম্বর সংসদ থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন তিনি। এই জয়ের পর লিপিকা জানান তাঁর জয়ে মানুষের অবদানই সবচেয়ে বেশি।
তিনি বলেন, ‘‘যাঁরা আমার হয়ে খেটেছেন, তাঁরা খুবই টেনশনে ছিলেন। তাঁদের মুখে হাসি ফুটেছে দেখে খুব ভাল লাগছে। ভগবানের আশীর্বাদ পেয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন।”
তিহারে জেলবন্দী অনুব্রতের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর। পরের দিনই আদালতে হাজির করিয়ে কেষ্টকে গ্রেফতার করেছিল পুলিশ। দেড় বছরের পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে দায়ের হওয়া অভিযোগের বয়ান নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল। ভয়ে এত দিন অভিযোগ দায়ের করেননি, সেই সময় এমনটাই দাবি করেছিলেন শিব ঠাকুর।
শিবঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডল পেশায় শিক্ষিকা। কলেজ জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। বরাবরই তাঁর সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে। সে কারণেই তাঁর রাজনীতিতে আসা। আগেও তৃণমূল থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব পেয়েছেন। সেই সময় প্রস্তাব ফিরিয়ে দেন। তবে এবার আর সুযোগ হাতছাড়া করেননি।