রাজ্য লিড নিউজ

Anubrata Mandal: বুধবারও সিবিআই এর ডাকে সাড়া দিলেন না অনুব্রত

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি নিজাম প্যালেসে বুধবার পা রাখছেন না। কারণ হিসাবে বার বার তিনি নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। এই মর্মে পাঠিয়েছেন দু’টি প্রেসক্রিপশন। এই প্রসঙ্গে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী তাঁকে পরীক্ষা করেছিলেন। চিকিৎসকের বিস্ফোরক দাবি, তিনি প্রেসক্রিপশন নয়, স্রেফ সাদা কাগজে অনুব্রতকে বিশ্রামের পরামর্শ লিখে দিয়েছিলেন। আর সেটা করা হয়েছিল অনুব্রতের নির্দেশেই এমনটাই জানিয়েছেন ওই চিকিৎসক।

হাজিরা এড়িয়ে মঙ্গলবার এস‌এসকেএমে যান অনুব্রত। ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে ফিরে যান বীরভূমে। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ফের বুধবার হাজিরা হতে নির্দেশ দেয় সিবিআই। তবে এবার যদি তিনি নিজাম প্যালেসে যথাসময়ে হাজিরা না দেন, সেক্ষেত্রে সিবিআই এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার ইমেইল মারফত অনুব্রত মণ্ডলকে বুধবার বেলা ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার প্রতিলিপি তৃণমূল নেতার বোলপুরের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সিবিআইয়ের ‘হুঁশিয়ারি’ পাওয়ার পরও অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি তিনি। এবার সিবিআই কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।

প্রসঙ্গত শেষ দেড় বছরে অনুব্রত মণ্ডলকে মোট ১০ বার তলব করা হয়েছে। তাঁর মধ্যে তিনি মাত্র একবারই ঘণ্টা কয়েকের জন্য তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি বসেছেন। এমনকী তিনি জিজ্ঞাসাবাদ এড়াতে কলকাতা হাইকোর্টের‌ও দ্বারস্থ হন অনুব্রত।