২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছিলেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার বিরুদ্ধে। যার জেরে এবার রাহুল সিনহা ও বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রামপুরহাটের হাসনে কর্মিসভায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত বলেন, ‘রাহুল সিনহা, মানুষ কিন্তু তোমাকে ছাড়বে না। মমতা ব্যানার্জিকে তিনি যে কথা বলেছেন তা মানব না। যদি কোনওদিন পাই মাথার একদিকের চুল কামিয়ে দেওয়া হবে।’
এখানেই শেষ নয়। অনুব্রত মণ্ডল আরও জানান, গুচ্ছ গুচ্ছ কথা বলছেন, তাদের(বিজেপি) লজ্জা করে না। তাদের কি ভাষাজ্ঞান নেই? ঘরে কি মা–বোন নেই? রাহুল সিনহা, মমতা ব্যানার্জিকে যে কথা বলেছেন তা কি সমাজের সামনে বলা যায়? ওই কথা তৃণমূলের রুচিতে আসে না, তারা বলতে পারেন না। তারা জানেন যারা বিজেপি করে, তাদের রুচিজ্ঞান নেই, মা–বোনকে সম্মান দেন না। যা তৃণমূল দেয়।
রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরে অনুব্রত মণ্ডল বলেন, ‘তৃণমূলের কোনও সদস্য বা জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে খারাপ কথা বললে হাতজোড় করে তাঁদের জন্য তিনি ক্ষমা চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। একুশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। ভুল বুঝবেন না। মা–মাটি–মানুষ সরকার না থাকলে আবার বাংলায় অন্ধকার দিন ফিরে আসবে। এটা হতে দেবেন না। চোখ রাঙালে সহ্য করবে না। চাবকে লাল করে দেওয়া হবে।’