ব্রেকিং নিউজ রাজ্য

নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএমে অনুব্রত 

সোমবার এসএসকেএমে পৌঁছন বীরভূমের জেলা সভাপতি। এদিন,গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের এই তৃণমূল নেতার। কিন্তু জানা গিয়েছে, রবিবারই ই-মেইল মারফত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আরও কিছুটা সময় চেয়ে নিলেন অনুব্রতর আইনজীবী। তবে রবিবার কলকাতা চিনারপার্কের বাড়িতে আসেন অনুব্রত মণ্ডল।

জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের ফিসচুলা ধরা পড়েছে। এছাড়াও তাঁর মাথার পিছনে, ঘাড়ে ভীষণ ব্যথা। এছাড়াও রয়েছে খুশখুশে কাশি। সব মিলিয়ে একটি মেডিক্যাল চেক আপের প্রয়োজন রয়েছে অনুব্রত মণ্ডলের। সেকারণেই সোমবার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছন তিনি। এদিন ৩ সদস্যের মেডিকেল বোর্ড বসবে তাঁর চিকিৎসার জন্য। শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিয়ালজিস্ট সরোজ মন্ডল, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, বক্ষরোগ চিকিৎসক সোমনাথ কুন্ডু রয়েছেন সেই বোর্ডে।

উল্লেখ্য, গরুপাচার মামলায় এর আগেও একাধিকবার সিবিআই নোটিস পাঠিয়েছে অনুব্রতকে। এই নিয়ে নবমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল তাঁকে। এবারের তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, তা বলাই বাহুল্য। কারণ, দুদিন আগেই ইডি এবং সিবিআই যৌথভাবে অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালায় । সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেন সিবিআই অফিসারেরা। তাঁর বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই ইডি আধিকারিকেরা ওই বাড়িতে গিয়েছিলেন। অন্যদিকে, গরুপাচার কাণ্ডে নানুরের বাসাপাড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতেও হানা দেন সিবিআই অফিসারেরা।