ব্রেকিং নিউজ রাজ্য

কোটি টাকার লটারি জিতলেন অনুব্রত

ভানু পেল লটারি?’ এর সকলেই শুনেছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে অনু পেল লটারি! এই অনু কে তা বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের। টাকার অংকটাও কম নয় একেবারে ১ কোটি টাকা! লটারি সংস্থার সরকারি ওয়েবসাইটের তথ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঠিক কী? ওয়েব সাইটে দেখা যাচ্ছে লটারিতে কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল। এমনকী, নামের সঙ্গে ব্যবহৃত ছবিও বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা সকলের প্রিয় কেষ্টদার। মুহূর্তে এই রেজাল্টের ফলাফল আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, তিনি এক কোটি টাকা জিতেছেন নাগাল্যান্ড স্টেট লটারিতে। আজ দুপুর ১টার ফলাফল বের হতে দেখা যায় এক কোটি টাকা জিতেছে 77L 78280 নম্বরটি। পাশেই দেখা যায় অনুব্রত মণ্ডল এর মত দেখতে হুবহু একজনের ছবি, তার ছবির নীচে নাম লেখা রয়েছে অনুব্রত মণ্ডল। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের সকলের প্রিয় নেতা অনুব্রত মন্ডল। এ বিষয়ে আর বেশি কিছু তিনি জানান নি।

কখনও চায়ের দোকানদার, বা কখনও মৎস্যজীবী কিংবা খেটে খাওয়া মানুষের লটারি জেতার খবর প্রায় সামনে আসে। তবে ছোট খাটো পুরস্কার পেলে তা জানা যায় না। একেবারে প্রথম পুরস্কার মানে ১ কোটি টাকা জিতলে সেই মানুষের কথা প্রকাশ্যে আসে। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে নিয়মিত লটারি কাটেন বাংলার বহু মানুষ। সম্প্রতি, ৩০ টাকা লটারি কেটে ১ কোটি টাকা জিতেছিলেন পুরুলিয়ার আদ্রা থানা এলাকার বাসিন্দা ফকির কৈবর্ত।