ব্রেকিং নিউজ রাজ্য

Antisocial Arrested: আগ্নেয়াস্ত্র, গুলি সহ ধৃত দুষ্কৃতি

একাধিক আগ্নেয়াস্ত্র গুলি সহ পুলিশের জালে এক দুষ্কৃতি। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে মালদার মানিকচক থানার পুলিশ।শুক্রবার রাতে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে মানিকচক থানার পুলিশ বাহিনী অভিযানে নামে। মানিকচক থানার গোপালপুরের বালুটোলা এলাকায় ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৈমুর শেখ। সে বালুটোলা এলাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের বাড়িতে অভিযানে উদ্ধার করে একটি নাইন এম এম পিস্তল, দুটি মাস্কেট, একটি পাইপগান, একটি চাকু, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। শনিবার ধৃতকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মাসখানেক আগে গোপালপুরে উত্তপ্ত হওয়ার ঘটনায় এই ব্যক্তি জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এতগুলি আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে মজুত করেছিলেন সে বিষয়ে বিষয়ের তদন্ত চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।