বাংলাদেশ

করোনাভাইরাস শনাক্তে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তে আগামী শনিবার থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২ ডিসেম্বর) অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, আগামী শনিবার থেকে প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। জেলাগুলো হচ্ছে, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর (মাদারীপুর জেলা সদর হাসপাতাল) এবং সিলেট (শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল)।