ব্রেকিং নিউজ রাজ্য

বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন ‘নিখোঁজ’ শেখ শাহজাহানের

অন্তরাল থেকেই বুধবার ফের আগাম জামিনের আর্জি নিয়ে বারাসাত আদালতে হাজির হন তৃণমূল নেতা শাহজাহানের আইনজীবী। এদিন বারাসাত আদালতে শাহজাহানের আইনজীবী আইনি রক্ষাকবচের আবেদন জানান।

জানা গিয়েছে, ন্যাজাট পিএস কেস নাম্বার ৯/২৪ মামলার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। যদিও বিচারক এদিন তা গ্রহণ করেননি। ইতিমধ্যেই সরকারি আইনজীবীর পক্ষে ন্যাজাট থানার কাছে এই মামলার সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি শাহজাহানের ওই মামলার শুনানি হবে বলেই জানা গিয়েছে।

শাহজাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ইডি দফতরে হাজির হলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সেক্ষেত্রে নাকি অন্য কোনও ভাবে ‘আত্মসমর্পণ’ করতে পারেন তিনি। অন্যদিকে, শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে বেধড়ক মার খেয়েছিলেন ইডির কর্তারা। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তড়িঘড়ি তাঁদের সেখান থেকে বের করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।