দেশ ব্রেকিং নিউজ

হিজাব বিতর্কে ভারত বিরোধী ষড়যন্ত্র

হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে,এই অবস্থার সুযোগ নিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে খালিস্তানি জঙ্গি সংগঠনকে কাজে লাগাচ্ছে তারা,  এমনই চাঞ্চল্যকর খবর।

জানা গিয়েছে, এসএফজে-কে কাজে লাগিয়ে হিজাব বিতর্ককে মুসলিমদের গণ আন্দোলনে পরিণত করার চেষ্টা চলছে। হিজাব নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গণভোটের ব্যবস্থা করা হচ্ছে।ইতিমধ্যে এই বিষয়ে পুলিশকে, প্রশাসনের সমস্ত বিভাগকে সতর্ক করেছেন গোয়েন্দা আধিকারিকরা। পাশাপাশি, খালিস্তানি জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে।

বিগত প্রায় একমাস ধরে কর্ণাটকে হিজাব বিতর্ক চলছে। কলেজে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার জেরে উত্তাল হয়ে উঠেছে কর্ণাটকের একাধিক শিক্ষাঙ্গন।গত বছরের ডিসেম্বর মাসে হিজাব পরা কিছু মুসলিম মেয়েকে উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর থেকে কলেজে নিষিদ্ধ হয় হিজাব।

হিজাব মামলার শুনানিতে কর্নাটক হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ জানায়, দ্রুত হিজাব বিতর্কের সমাধান করতে চায় হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, ‘বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এরকম সব ধর্মীয় জিনিস পরার উপর জেদ ধরে থাকা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা রায় দেব। স্কুল ও কলেজ শুরু হতে দিন। কিন্তু বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে কোনও পড়ুয়ার জেদ ধরে থাকা উচিত নয়।’ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।