রাজ্য লিড নিউজ

ফের ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে

বিকানের এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। ট্রেনের তলায় পিষে দুমড়ে মুছড়ে গেল যাত্রী সমেত একটি গাড়ি। গাড়ির যাত্রীদের দেহগুলি এমন ভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে যে ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তাও বলা মুশকিল হয়ে গিয়েছে। ‌

জানা গেছে, শুক্রবার রাতে সিগনাল মেনেই দুরন্ত গতিতে ছুটে আসছিল কোচবিহার গামী ডেমু প্যাসেঞ্জার। কিন্তু সিগনাল থাকলেও বাংলা-আসাম সীমান্তবর্তী গলোকগঞ্জ লেভেল ক্রসিং এর গেট নামান না থাকায় সেই সময়ই রেল লাইন পার করছিল একটি গাড়ি। গাড়িটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে ট্রেনের৷ ট্রেনের নীচে আটকে যায় পুরো গাড়িটাই। যতক্ষণে ট্রেনের চালক ট্রেন থামান ততক্ষণে কয়েকশো মিটার ওভাবেই হিঁচড়ে সঙ্গে গিয়েছে গাড়িটি। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।

গাড়ির ভিতরের যাত্রীদের অবস্থা দেখে স্থানীয় মানুষরা প্রথমে বুঝতেই পারেননি কীভাবে উদ্ধার করা সম্ভব তাঁদের। প্রতিটি দেহ দলা পাকিয়ে একে অপরের সঙ্গে পেঁচিয়ে যায়। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা লাইন থেকে পাথর নিয়ে ছুঁড়তে থাকে ট্রেনের দিকে। সেই পাথরের আঘাতে আহত হয়েছেন ট্রেনের কয়েকজন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং অসম পুলিশ বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দলাপাকানো মাংসপিণ্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু তাঁদের ঘেরাও করেও চলে বিক্ষোভ। অবশেষে একটি ক্রেন এনে রেল লাইনের উপর থেকে সরানো হয় গাড়িটিকে। সিগনাল খোলা থাকার পরও কেন নামানো ছিল না লেভেল ক্রসিং তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।