লাদাখ সীমান্তে যখন ভারত–চিনের সমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে তখন ভারতের হাতে এসেছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান। তারপর সেগুলি আম্বালা এয়ারবেস থেকে লাদাখ সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার পর সেই যুদ্ধবিমান আকাশসীমায় চক্কর কাটতে থাকে। গগনভেদী শব্দে চিনের সেনারা সীমান্তে টিকতে পারছিল না। এবার আরও তিনটি রাফাল হাতে পেতে চলেছে ভারত।
সীমান্ত নিয়ে ভারত–চিনের এই দ্বৈরথের মধ্যেই ভারতীয় বায়ুসেনার জন্য এল সুখবর। তিন থেকে চারটি রাফাল জেট পেতে চলেছে তারা। সেক্ষেত্রে মোট রাফাল যুদ্ধবিমান কয়েকদিনের মধ্যেই ৮–৯টায় পৌঁছে যাবে। জানা গিয়েছে, নভেম্বর মাসের প্রথমদিকেই ফ্রান্স থেকে হরিয়ানার আম্বালা এয়ারবেসে সেগুলি এসে পৌঁছে যাচ্ছে। তারপর আরও আক্রমণাত্মক হয়ে উঠবে ভারত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের চুক্তির নিরিখে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে মোট ৩৬টি রাফাল ভারত পাবে। সেপ্টেম্বর মাসে পাঁচটি এসে গিয়েছে। এখন আসছে তিনটি। অর্থাৎ, ৮টি রাফাল জেটের মালিক ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই ৮টি রাফাল জেট সীমান্তে রেখে দিলেই তা শত্রুপক্ষের কাছে নীরব চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল বলে মনে করা হচ্ছে।