রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির টিকরি কালান এলাকায় পিভিসি মার্কেটে অবস্থিত একটি প্লাস্টিকের গোডাউনে। শনিবার ভোররাতে ওই প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। হাওয়ার গতিবেগ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় ২৬টি দমকলের ইঞ্জিন। অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দিল্লি দমকলের অফিসার এস কে দুয়া বলেছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দমকলের ২৬টি ইঞ্জিন। হাওয়ার গতিবেগ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডটি মাঝারি শ্রেণীর। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর।