সল্টলেকে দুটি বাসের রেষারেষির বলি নিষ্পাপ খুদে! এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে বেহালা, বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল দুই স্কুল পড়ুয়াকে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সল্টলেকের ২১৫ এ রোডের ওপর দুটি বেসরকারি বাসের রেষারেষির ফলে উল্টোডাঙা-সল্টলেকের প্রবেশের দুনম্বর গেটের কাছে দুই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে একটি বাস। সল্টলেক বিডি ব্লকের একটি বেসরকারি স্কুলের ছুটির পর ওই দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে কলকাতার বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। সেই সময় সল্টলেকের দুনম্বর গেটের কাছে রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা।
সূত্রের খবর, ইতিমধ্যে এক আহতকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত স্কুল পড়ুয়ার নাম আয়ুষ পাইন। বয়স ১১ বছর। চতুর্থ শ্রেণির পড়ুয়া। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। উল্টোডাঙার হাডকো মোড়েই জমায়েত করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। পরে দেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় বাসে। পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ।