ব্রেকিং নিউজ রাজ্য

ইডির জালে আরও এক

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার আরো এক ব্যক্তি। আজ টানা ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সুব্রত মালাকার নামে ওই মিডলম্যানকে গ্রেপ্তার করে ইডি। আজ সোদপুরের ঘোলা, কেষ্টপুর সহ চারটি জায়গায় তল্লাশি চালায় ইডি।

সোমবার সকালে ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। ইডির চার সদস্যের প্রতিনিধি এবং এসবিআইয়ের দুই আধিকারিক-সহ মালাকারের পানিহাটির বাড়িতে আসে কেন্দ্রীয় সংস্থা। বাড়ির সকলের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালায় ইডি। তাঁরা খতিয়ে দেখেন বাড়ির বিভিন্ন ফাইল এবং নথি।

অন্যদিকে, সোমবার সকালে কেষ্টপুরের স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৬-৭ জন আধিকারিক রাজু হিরা নামের ওই ব্যক্তির বাড়িতে পৌঁছন। সোমবার সকাল ন’টার পরে কেষ্টপুরের জগতপুর এলাকায় রাজু হিরার বাড়িতে আসে ইডি।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এরপরেই প্রকাশ্যে আসতে থাকে একের পর এক দুর্নীতিগ্রস্থতার ছবি। গ্রেফতার করা হয়েছে মিডল ম্যান প্রদীপ সিংকে। এবং প্রদীপকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে প্রসন্ন রায় নামে এক ব্যক্তিকে। আর তারপর আজ সুব্রত মালাকার নামে ঐ ব্যক্তিকে সোদপুরের বাড়ি থেকে গ্রেফতার করল ইডি।