ফের অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল ইডি। সোমবার সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে, বিমানবন্দরে আটকে দেয় অভিবাসন দফতর। বেশ কিছুক্ষণ রুজিরাকে ওয়েটিং রুমে বসিয়ে রাখার পর বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তারপরই জানা যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ৮ জুন বৃহস্পতিবার রুজিরাকে তলব করেছে ইডি।
সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে রুজিরাকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, ইডির একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে। কার্যত সেকারণেই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে।
যদিও ইডির ওই মামলায় অভিষেক ও রুজিরাকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে তাঁদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। কিন্তু তারপরেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলেই তৃণমূল সূত্রের খবর।
উল্লেখ্য, গত বছর ২৩ জুন রুজিরাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন দেখা গিয়েছিল ছোট ছেলেকে কোলে নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছেন তিনি। এর আগে রুজিরার বোন তথা অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছিল অভিবাসন দফতর। তারপর মেনকাকেও সিজিওতে হাজিরার নোটিস দিয়েছিলেন ইডি কর্তারা।