সামনেই ফের ছুটি। কী উপলক্ষে? একটি নতুন ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর, নবান্ন। ফের একদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই বেজায় খুশি সকল রাজ্য সরকারি কর্মচারীরা।
বিজ্ঞপ্তিতে আগামী ২৭ নভেম্বর ছুটির সম্বন্ধে বলা হয়েছে। গত বুধবার ২১ অক্টোবর ২০২২ প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ছুটির তালিকা অনুযায়ী ২৭ নভেম্বর সোমবার ছুটি রয়েছে। জানিয়ে রাখি, সেদিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে।
ওই দিন গুরু নানকের জন্মদিন পালনের পাশাপাশি রাজ্য সরকার পার্শ্বনাথের রথযাত্রা পালন করারও সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতে ছুটির কোনও হেরফের হবে না। কারণ ২৭ নভেম্বর এমনিতেই ছুটি রয়েছে। তাই নতুন করে আর কোনও ছুটি দেওয়া হচ্ছে না। তবে মনে করা হচ্ছে যদি পরবর্তী বছর গুলিতে যদি গুরুনানকের জন্মদিন এবং পার্শ্বনাথের রথযাত্রা দুটি আলাদা দিনে পড়ে, তাহলে একদিন অতিরিক্ত ছুটি মিলতে পারে।