আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ফের বন্দুকবাজের হামলা

ফের বন্দুকবাজের হামলায় রক্তার্ত ব্রিটিশ নগরী। জানা গিয়েছে, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিন জনের। গুরুতরভাবে আহত হয়েছেন ৫ জন।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৫ জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ হঠাৎ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রবেশ করে গুলি চালায়। সেই বন্দুকবাজ এখনও পলাতক।হামলার পরে খালি করে দেওয়া হয় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর।

বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে দু’টি জায়গায় গুলি চলার আওয়াজ পাওয়া যায়। বার্কলে হল নামে একটি ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের সামনে গুলি চলে বলে মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে অনুযায়ী, হামলার পর পায়ে হেঁটেই পালিয়ে যায় ওই বন্দুকবাজ। সিসিটিভি ফুটেজ দেখে তার ছবি-সহ বিবরণও প্রকাশ করে তার খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ। তবে এরপর পুলিশের তরফে জানানো হয়েছে নিজেই আত্মঘাতী হয়েছে ওই বন্দুকবাজ। আপাতত বিশ্ববিদ্যালয়ে কোনও হামলার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিকবার বন্দুকবাজের হামলা হয়েছে। আইনের বদল ঘটিয়েও বন্দুকবাজদের দৌরাত্ম্যে লাগাম দেওয়া যায়নি।