শহরে ফের অগ্নিকাণ্ড। শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ফ্রী স্কুল স্ট্রিত একটি গেস্ট হাউসের ঘটনায় মৃত্যু হল এক বাংলাদেশীর এবং গুরুতর জখম আরো দুজন।
শনিবার তখন সকলে ঘুমিয়েই ছিলেন শহরের ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে। হঠাত্ই আগুন লাগার খবর মেলে। আগুনের লেলিলহান শিখা গ্রাস করে নেয় প্রায় গোটা গেস্ট হাউসকে। শেষ পাওয়া খবরে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে, গুরুতর জখম দু’জন।
জানা গেছে, শনিবার ভোরের দিকে আগুন লাগে ৫, মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে। গেস্ট হাউসের দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন। ততক্ষণে গেস্ট হাউসের প্রায় ১১টি ঘরে আগুন ধরে গেছে। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করেন দমকলকর্মীরা। কিন্তু কীভাবে গেস্ট হাউসে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন ভোর রাতে গেস্ট হাউসের কয়েকটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতেও। চিত্কার-চেঁচামেচি শুরু হয়ে যায়। ঘরেই ঝলসে মৃত্যু হয় ৬০ বছরের এক বৃদ্ধার। জানা গেছে, তিনি বাংলাদেশের বাসিন্দা। প্রচণ্ড ধোঁয়ায় গেস্ট হাউসের বাইরে বের হতে পারেননি অনেকেই। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আগুনে আহতও হন অনেকে। দু’জনের জখম গুরুতর বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিত্সার পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনের আঘাত গুরুতর হাওয়াই তিনি ভর্তি রয়েছেন।