ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায়। মৃত মহিলা দক্ষিণ দমদমের বাসিন্দা। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, মৃতার নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। ২৪ অগাস্ট দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ দমদম পুরসভা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।
বুধবার কলকাতায় ডেঙ্গিতে প্রাণ হারিয়েছে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া। নিউআলিপুরের বাসিন্দা সৃজন বসুকে দুদিন আগে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দমদমেও সংখ্যাটা ঊর্ধ্বমুখী। পুরসভার তরফে জানানো হয়েছে ডেঙ্গির প্রভাব কমাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকা পরিষ্কার রাখছেন পুরসভার কর্মীরা।