আরও এক ব্যক্তি করোনা আক্রান্ত হল উত্তর ২৪ পরগণার অশোকনগরে। কিছুদিন আগে পুটিয়ায় এক ব্যক্তি আক্রান্ত হওয়ার পর আবার এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অশোকনগর থানার দিগরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগপুল গ্রামে ওই ব্যক্তির বাড়ি।
এলাকা থেকে জানা যায় পেশায় কৃষক ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরেই জ্বরে ভুগছিলেন। বারাসাত হাসপাতালে গেলে তাঁকে জ্বরের ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জ্বর না কমায় বাঙুর হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয় এবং পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এলাকার বিধায়ক ধীমান রায় জানান,’ প্রায় দেড় মাস ধরে জ্বরে ভুগছিল, কৃষক হওয়ায় বিভিন্ন হাটে গেছে, কোথা থেকে আক্রান্ত হল বোঝা যাচ্ছে না।’ ওই পরিবারের আরও ১৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।