Mid day meal distribution will start from 20th April for upto class 8. In this phase every student will get 3kg rice and 3kg potato.
ব্রেকিং নিউজ রাজ্য

ফের বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

সম্প্রতি স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সরকারি হেল্থ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো,

১) বজবজের এমজি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল
২) খড়দার শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল
৩) দমদেম থেইসম আলট্রাসাউন্ড সেন্টার,
৪) সরৎ বোস রোডের পাল্স ডায়াগ্নস্টির প্রাইভেট লিমিটেড এবং
৫) শেওড়াফুলির নারসিসাস মেডিক্যাল সেন্টার এই ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্রগুলি নতুন করে সরকারি হেল্থ স্কিমের আওতায় আনা হয়েছে।