বৃহস্পতিবার, সন্ধ্যার বিমানে কলকাতা বিমানবন্দরে ৩৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছেছে। এদিন কেন্দ্র সরকারের তরফে পুনের সিরাম ইনস্টিটিউট থেকে পাঠানো হয় এই কোভিশিল্ড ভ্যাকসিন। কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে রাখা হয় এই ভ্যাকসিন। রাতের বিমানে আরও ৫ লক্ষ ৫০ হাজার কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে। সব মিলিয়ে মোট ৩৯ লক্ষ ভ্যাকসিন পাবে রাজ্য।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এর আগে রাজ্যের কাছে ৪২ লক্ষ ভ্যাকসিন ছিল এবং এই ভ্যাকসিন পাওয়ার পর প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন থাকবে রাজ্যের কাছে৷ কেন্দ্র থেকে যেভাবে ভ্যাকসিন পাঠানো হচ্ছে তাতে খুশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
পুজো মিটতেই চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। হুঁশ নেই সাধারণ মানুষের। কলকাতার পাশাপাশি জেলাতেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণে লাগাম টানতে তাই ভ্যাকসিনেশনের পাশাপাশি কলকাতা থেকে জেলার রাজপথে অভিযানে নেমেছে পুলিশ৷ উদ্দেশ্যে একটাই, সংক্রমণকে রুখে দেওয়া৷