বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনরা পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর৷ এবারে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ‘জমি ও গৃহ প্রদান’ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে ঘর দিলেন৷
বৃহস্পতিবার, ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে দেশের বিভিন্ন জেলায় এসব ঘর হস্তান্তর করেন। এদিন পঞ্চগড় এবং মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ টি পরিবারকে বাড়ি হস্তান্তর করেন৷
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বণ পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন সহ আরও বিশিষ্টজনেরা ৷
সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এখন পর্যন্ত বিতরণ করা ঘরের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১২৯টি।