বিনোদন

পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বাস্তবের জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে এই প্রথম বড় পর্দায় দেখা যাবে। পরিচালক রাজা চন্দের পরবর্তী ছবিতে জনপ্রিয় এই জুটিকে দেখা যাবে। অঙ্কুশ ও ঐন্দ্রিলার এই ছবির নাম ‘ম্যাজিক’। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

রাজা চন্দের ছবিতে প্রথমবার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে জুটি বাঁধার কথা অঙ্কুশ নিজেই টুইটারে শেয়ার করেছেন। লিখেছেন, ‘প্রথমবার একসাথে কাজ, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা চাই। আমাদের দুজনেরই জীবনের খুব স্পেশাল ছবি। আমরা শুধু চেষ্টা করতে পারি আসল ম্যাজিক আপনাদের হাতে। পাশে থাকবেন । শুটিং শুরু হচ্ছে ৬ আগস্ট।’

অনুরাগীরা অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। কেউ আবার লিখেছেন, ‘এতদিনে তাঁদের স্বপ্ন পূরণ হতে চলেছে।’ রাজা চন্দের ‘ম্যাজিক’এ অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও পায়েল সরকার, দেবশঙ্কর হালদার, বিদিপ্তা চক্রবর্তীকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাব্বু ও স্যাভি।