লিড নিউজ

আনিসের দাদাকে হুমকি ফোন, দেহ চুরির চেষ্টা ভোররাতে

সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকি ফোনের ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন আনিস খানের দাদা সাবির খান। ঘটনায় আমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি, ওসি কিঙ্কর মণ্ডলের পরামর্শ মতোই থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, আদালত কবর থেকে ছাত্রনেতা আনিস খানের দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দিয়েছে সিট-কে। মৃত্যু রহস্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবিতে মেনে নিয়েছেন আনিসের পরিবার। তবে অসুস্থতার কারণে সোমবার কবর থেকে ছোট ছেলের দেহ তোলার আর্জি জানিয়েছিলেন আনিসের বাবা সালেম খান। তা সত্ত্বেও শনিবার ভোররাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে দক্ষিণ সারদা গ্রামে হাজির হয় বিডিও। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। পুলিশকে আনিসের সমাধিস্তের দিকে যেতে বাধা দেন গ্রামবাসীরা।

বিক্ষোভে সামিল হওয়া গ্রামবাসীদের দাবি, কলকাতা হাই কোর্ট সিটের আধিকারিকদের নির্দেশে দিয়েছিল সোমবার সকাল দশটার সময় আনিসের কবর থেকে মৃত দেহ বার করে ময়নাতদন্তের পাঠানো হবে। তাহলে কোন রকম বৈধ কাগজপত্র না নিয়ে রাতের অন্ধকারে কেন প্রশাসন লুকিয়ে মৃতদেহ তুলতে হাজির হল।এই অভিযোগে পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। কবর থেকে আনিসের মৃতদেহ তোলার অনুমতি পত্রও দেখাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার আমতা-২ ব্লকের বিডিও। ভোরে লুকিয়ে এইভাবে তুলতে আসাকে পুলিশের অন্য কোনো অভিপ্রায় আছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।ছেলের দেহ কবর থেকে তুলতে অনুমতি দেননি আনিসের বাবা ও দাদা। শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হন বিডিও ও পুলিশবাহিনী।