জেলা

মণীশ খুনে অনীশ গ্রেপ্তার

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত অনীশ ঠাকুরকে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। সেই রাজ্যে একটি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, অনীশকে রাজ্যে আনতে সিআইডি টিম যাচ্ছে।
মণীশ খুনে শার্প শ্যুটার অনীশের খোঁজে বিহার গিয়েছিলেন সিআইডির গোয়েন্দারা। কিন্তু তার নাগাল মেলেনি। মণীশ খুনের সময় ওই দুষ্কৃতী ঘটনাস্থলেই ছিল বলে গোয়েন্দাদের দাবি। সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখাও গিয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে দক্ষিণ ভারতে গা ঢাকা দেয় অনীশ। তারপর স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতির চেষ্টা চালায় সে। সেখানেই তামিলনাড়ু পুলিশের হাতে ধরা পড়ে পুলিশ।
পরিচয় যাচাই করে তামিলনাড়ু পুলিশ জানতে পারে যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অনীশ। তারপরই বিষয়টি জানানো হয় লালবাজারকে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনতে কলকাতা থেকে আজই সিআইডি টিম তামিলনাড়ু যাচ্ছে বলে খবর। মণীশ খুনের ঘটনায় এই নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হল।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের রবিবার, সন্ধ্যেবেলা টিটাগড়ে বিটি রোডের উপর প্রকাশ্য রাস্তায় আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তরুণ, জনপ্রিয় বিজেপি নেতা তথা টিটাগড় পুরসভার কাউন্সিলর মণীশ শুক্লা। পরিকল্পনা করে শার্প শুটারদের কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে তখন তোলপাড় হয়ে উঠেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। তদন্ত এখনও চলছে।