রাজ্য লিড নিউজ

Anis Khan: বাড়ির সামনেই আনিসের ভাইকে ভোজালির এলোপাথাড়ি কোপ, তৃণমূলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের দাদা সালমান খানের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। অভিযোগ, ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাগনান ও পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত সালমনকে। তৃণমূলের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ আনিসের খুড়তুতো ভাই সালমনের পরিবারের। আনিস মৃত্যুর প্রতিবাদে সোচ্চার হওয়ার কারণেই এই হামলা? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, আনিস খানের মৃত্যুর প্রধান সাক্ষী এই সালমন। সম্পর্কে আনিসের খুড়তুতো ভাই। শুক্রবার রাত দেড়টা নাগাদ বাথরুমে যাওয়ার সময় সালমানের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। সালমানের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়। এর আগেও তারা বেশ কয়েকবার সালমনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা করে। একাধিকবার স্থানীয় কুশবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমতা থানায় হামলার অভিযোগ জানায় সালমানের পরিবার। অভিযোগ, পুলিশের পক্ষ থেকে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি এবং কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যু হয়। ছাদ থেকে পড়ে গিয়ে আনিসের মৃত্যু হয় বলে দাবি পুলিশের। যদিও পরিবার এখনও আনিস মৃত্যুতে পুলিশকেই দায়ী করে চলেছে। ওই রাতে আনিসদের বাড়িতে ঢুকেছিল পুলিশ। আর তারপর ছাদ থেকে পড়ে যায় আনিস। এই মৃত্যুর রহস্যেরা করতে সিট গঠন করেছে রাজ্য সরকার যদিও এখনো পর্যন্ত এই রহস্য মৃত্যু ধোঁয়াশা রয়ে গিয়েছে।