বিনোদন ব্রেকিং নিউজ

করোনায় প্রয়াত প্রযোজক অনিল সূরি

মুখে বলা হয়েছিল করোনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করে জয়ী হবোই। বক্তা–দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। আর সেই দেশের জনপ্রিয় প্রযোজককে হাসপাতালে হাসপাতালে ঘুরে শেষে প্রাণ দিতে হল। অপরাধ একটাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। রাজকুমার–রেখা অভিনীত কর্মযোগী এবং রাজতিলক–এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক অনিল সূরি করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
প্রয়াত প্রযোজক অনিল সূরির ভাই চলচ্চিত্র প্রযোজক রাজীব জানান, গত ২ জুন থেকে জ্বর হয়েছিল দাদার। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে শুরু হয়। তাঁকে দু’টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু লীলাবতী এবং হিন্দুজার মতো দুই হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের চার সদস্যের উপস্থিতিতে শুক্রবার সকালে ওশিওয়াড়া শশ্মানে অনিলের শেষকৃত্য সম্পন্ন হয়। রেখে গেলেন স্ত্রী এবং দুই সন্তানকে।
সংবাদসংস্থা পিটিআই–কে রাজীব বলেন, ‘‌তাঁকে বুধবার রাতে অ্যাডভান্সড মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর করোনাভাইরাস ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল জানায়, পরিস্থিতি ভাল নয়। এরপর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।’‌ উল্লেখ্য, ওই দিন সকালেই প্রয়াত হন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। রাজীব সূরি ১৯৭৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘মঞ্জিল’ ছবিটি প্রযোজনা করেন। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন এবং মৌসুমী চট্টোপাধ্যায়।