বিনোদন ব্রেকিং নিউজ

মুক্তি পেতে চলেছে অনিল কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনিল কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’। সম্প্রতি এই খবর অনিল কাপুর নিজেই শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে তিনি একটি টিজার ভিডিও পোস্ট করে জানান চলতি বছরে ৩০ জুন ‘দ্য নাইট ম্যানেজার ২’ মুক্তি পাবে। আর এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।

ইনস্টাগ্রাম পোস্টে অনিল কাপুর লেখেন, ‘বছরের দীর্ঘ প্রতীক্ষিত সিরিজ এবার আসছে খুব তাড়াতাড়ি, অপেক্ষার অবসান, শান বনাম শেলি, কে প্রথমে ব্রেক করবে?’ জানা গিয়েছে,এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেল প্রমুখ। লে ক্যারের উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণ ‘দ্য নাইট ম্যানেজার ২’ সিরিজটি। এই সিনেমাটি প্রযোজনা করেছেন ‘দ্য ইঙ্ক ফ্যাক্টরি’ ও ‘বানিজয় এশিয়া’ নামক দুটি প্রযোজক সংস্থা।

প্রথম সিজনে ‘দ্য নাইট ম্যানেজার- এ’ এক নতুন রূপে দেখা গিয়েছিল আদিত্য রায় কাপুরকে। সেই সিরিজে মুম্বাইয়ের একটি বিলাস বহুল হোটেলের ম্যানেজার এর পদে তাঁকে দেখা গিয়েছিল সেখানে অসম্ভব অভিনয় দক্ষতা তিনি দেখিয়েছিলেন। দ্য নাইট ম্যানেজার ২’ সিরিজটির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন আদিত্য রায় কপূর।

সন্দীপ মোদী পরিচালিত এই নাইট ম্যানেজার সৃষ্টির জনপ্রিয়তা তখন থেকেই প্রকাশ্যে এসেছিল। এই সিরিজ সম্পর্কে আদিত্য রায় কাপুর নিজে বলেছেন, ‘এটি একটি অসাধারণ সিরিজ হতে চলেছে, যখন প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতা গল্পের মূল বিষয় হয়ে ওঠে তখন সেই গল্পে হাইভোল্টেজ ড্রামা তো আসতে বাধ্য। দুর্দান্ত রকমের জটিল কিছু চরিত্রের দেখা মিলবে এই সিরিজে। সাংঘাতিক কিছু একটা হতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার ২’-এ, এইটুকু নিশ্চিত। আবার এক ঘটনা থেকে হঠাৎ করে অন্য ধরনের কিছু হয়ে যেতে পারে। চলচ্চিত্রের কিছু দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা আমার দারুণ। সিরিজে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বতকে।