ব্রেকিং নিউজ রাজ্য

ইভিএম-ভিভিপ্যাট পুকুরে ফেলল ক্ষুব্ধ গ্রামবাসীরা!

কুলতলিতে ইভিএম-ভিভিপ্যাট পুকুরে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা! শনিবার শেষ দফার ভোট শুরুর কিছুক্ষণ পরই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কুলতলিতে তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ গ্রামবাসীদের একাংশের। তাদের দাবি, ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। এরপরই ক্ষুব্ধ হয়ে ইভিএম জলে ছুড়ে ফেলে দেন গ্রামবাসীরা।

যদিও ওই এলাকায় ভোটদানে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন আরও জানিয়েছে, ওই ইভিএম-ভিভিপ্যাট ভোট কেন্দ্র থেকে লুট হয়নি। বুথের বাইরে সেক্টর অফিসারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম থাকে তা বের করেই জলে ফেলা হয়েছে। তাই ভোটগ্রহণ পর্বে কোনও সমস্যা হচ্ছে না।