বিনোদন ব্রেকিং নিউজ

ক্ষুব্ধ অমিতাভ! হঠাৎ কী হল বিগ বি’র

বেশ কিছুদিন আগে পানমশলার কোম্পানির জন্য একটি বিজ্ঞাপন করেছিলেন বিগ বি। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর পানমশলার কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলও করে দেন বিগ বি। অভিযোগ, সেই চুক্তি বাতিল করার পরও তাঁর পানমশলার বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে। আর তাতেই বেজায় চটেছেন অমিতাভ বচ্চন। পানমশলার কোম্পানিকে আইনি নোটিস পাঠিয়েছেন অমিতাভ। এই নোটিসে সমস্ত প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই পানমশলার বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন বিগ বি। বিজ্ঞাপনকে ঘিরে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। এতে খুবই অসন্তুষ্ট হন বিগ বি। এমনকি ঘনিষ্ঠ মহলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তামাক বিরোধী সংস্থার পক্ষ থেকে বিগ বি’কে চিঠিও লেখা হয়। এরপরই আইনজীবীদের পরামর্শ নিয়েই সংস্থাকে আইনি নোটিস পাঠান তিনি। যদিও এই ঘটনায় পানমশলা সংস্থা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিজের ৭৯তম জন্মদিনে তাঁর অফিসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয় বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা কিংবদন্তি তারকা জানতেন না। যখন তিনি তা জানতে পারেন, সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন। এমনকি এই বিজ্ঞাপনের জন্য নেওয়া সমস্ত পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।