‘দোজ হু উইশ মি ডেড’র ট্রেলারে আবারও পুরনো মারকুটে রূপে ফিরেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নতুন এ সিনেমায় একটি শিশুকে বাঁচানোর ভয়ংকর মিশনে ঝাপিয়ে পড়েন জোলি। ইতোপূর্বে শিশুটির বাবাকে মেরে ফেলেছে খুনিরা, আর তাকেও মারার জন্য বারবার তাড়া করছে। এমন পরিস্থিতিতে তাকে বাঁচাতে তৎপর হন অ্যাঞ্জেলিনা জোলি। জোলির চরিত্র হান্নাহ একজন অগ্নিনির্বাপক কর্মী। মূলত দাবানল থামাতেই ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তিনি। এমন সময়ে একটি শিশুকে দুই খুনির হাত থেকে বাঁচানোর অতিরিক্ত দায়িত্ব বোধ করেন তিনি।
এর আগে ২০১৪ সালে ‘মেলফিসেন্ট’-এর পাঁচ বছর পর সিনেমাটির সিকুয়েল ‘মেলফিসেন্ট: মিসট্রেস অব এভিল’-এ দেখা গিয়েছিল তাকে।