বিনোদন

হিমাচলে আনমনা নিখিল

সম্পর্কে ফাটল ধরেছে নুসরত-নিখিলের, বেশকিছুদিন ধরেই টলিপাড়ায় এমন গুঞ্জন চলছে। সাংসদ-অভিনেত্রীর স্বামী তথা ব্যবসায়ী নিখিল জৈন এরই মাঝে রোড ট্রিপে হিমাচল প্রদেশ গিয়েছেন। সেই ছবি নিখিল সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

হিমাচল প্রদেশে একান্তে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার এক টুকরো মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিখিল। ক্যাপশানে নিখিল লিখেছেন, ”জীবনের প্রতিটি মুহূর্ত অনন্য। একটি চুম্বন, একটি সূর্যাস্ত, একটি নাচ, একটি প্রতিশ্রুতি, এর মধ্যে একটি জীবনকাল বেঁচে ছিল। কেউ একইভাবে পুনরাবৃত্তি করবে না!”

আরও একটি ছবি পোস্ট করে নিখিল লিখেছেন, ”কোনও কিছুরই বদল হয় না। শুধু দৃষ্টিভঙ্গির বদল ঘটে।”

তবে সম্পর্কে ভাঙন নিয়ে নুসরত কিংবা নিখিল দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।