দেশজুড়ে বিতর্কের মাঝেই তথাকথিত ‘লাভ জিহাদ’ বিষয়ে উত্তরপ্রদেশে অর্ডিন্যান্স পাশ হলো। মঙ্গলবার সন্ধ্যেয় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে পাশ করা হয়েছে এই অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স ‘লাভ জিহাদ’-এর ঘটনাগুলো খতিয়ে দেখবে বলে জানা গেছে।
দ্য উত্তরপ্রদেশ আনলফুল রিলিজিয়াস কনভার্সন প্রোহিবিশান অর্ডিন্যান্স (২০২০) নামক এই অর্ডিন্যান্সে বলা হয়েছে বিয়ের কারণে ধর্মান্তর করা হলে তা অপরাধ বলে গণ্য করা হবে। সরকারি সূত্র অনুসারে, যারা বিয়ের পর ধর্মান্তরিত হতে চান তাঁদের স্থানীয় জেলাশাসকের কাছে অন্তঃত দু’মাস আগে পুরো বিষয়টি জানাতে হবে।
উল্লেখ্য এদিনের আনা অর্ডিন্যান্স অনুসারে জোর করে ধর্মান্তর অথবা ছলনার দ্বারা ধর্মান্তর করা হলে পাঁচ বছরের জেল অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। যদি প্রান্তিক কোনো সম্প্রদায়ের মহিলার ক্ষেত্রে এই ঘটনা ঘটে সেক্ষেত্রে ৩ থেকে ১০ বছরের জেল এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে। গণ ধর্মান্তরের ক্ষেত্রে একই মেয়াদের কারাবাস এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা হবে।
এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মন্ত্রীসভার মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, প্রায় ১০০-র বেশি ঘটনা আমাদের নজরে এসেছে যেখানে জোর করে ধর্মান্তরণ করা হয়েছে। এই কাজ আটকাতে আইন তৈরি করা জরুরি। যোগীজীর মন্ত্রীসভা এই কারণেই অর্ডিন্যান্স এনেছে এবং যেখানে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা রাখা হচ্ছে।