করোনার চোখ রাঙানিতে কাবু গোটা দেশ। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জে.এন.১। সাধারণ মানুষকে গ্রাস করছে করোনা আতঙ্ক!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। সব রাজ্যের কাছে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতেও হু হু করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এবার শহর কলকাতায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের শরীরে কোভিডের জে.এন.১ সাব ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া গিয়েছে।
জানা গেছে, হৃদরোগ-সহ অন্য অসুখ ছিল ওই বৃদ্ধর। এরপরই একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধ। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় করোনা টেস্টও করানো হয়। এদিন বিকেলেই করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই এদিন রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয়। গত সপ্তাহেই কলকাতায় আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। এমনকী সেই তালিকায় ছিল ছ’মাসের এক শিশুও। তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তাতে অবশ্য নয়া ভ্যারিয়েন্ট জে.এন.১-র নমুনা পাওয়া যায়নি। শহরের একাধিক সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।