আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমান

মাঝ আকাশে আচমকাই গুরুতর অসুস্থ যাত্রী। যার জেরে তড়িঘড়ি নামানো হল বিমান। সোমবার দিল্লি থেকে দোহাগামী একটি বিমানে ঘটনাটি ঘটে। ওই যাত্রীর নাম আবদুল্লা (৬০)। তিনি নাইজিরিয়ার বাসিন্দা ছিলেন।

কর্মসূত্রে ভারতে এসেছিলেন ওই যাত্রী। এদিন ইন্ডিগোর বিমানে দুবাই যাচ্ছিলেন তিনি। ৬ই-১৭৩৬ নম্বর ইন্ডিগো ফ্লাইটটি দিল্লি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়ান চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। অনুমতি মিলতেই বিমানটিকে করাচিতে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। তারপরও শেষরক্ষা হয়নি। বিমানবন্দরে চিকিৎসকরা এসে পর্যবেক্ষণ করে যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, মাঝ আকাশে মৃত্যু হয়েছে যাত্রীর। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তির হৃদযন্ত্রে আগে থেকেই কোনও সমস্যা ছিল। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, মাঝ আকাশে যাত্রীর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তাঁর পরিবার এবং পরিজনের প্রতি সমবেদনা রইল। অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।