রাজ্য লিড নিউজ

আদালতের অনুমতি ছাড়াই তথ্য-প্রমাণ থাকলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে, নির্দেশ হাইকোর্টের

এবার অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ। সুমন সিংহের করা একটি জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

নির্দেশ অনুযায়ী, এবার অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করতে পারবে পুলিশ। কিন্তু গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ নিতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর।

উল্লেখ্য, এর আগে তাঁর বিরুদ্ধে হওয়া একের পর এক এফআইআর হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতের কাছে তার আবেদন ছিল, হয় তাঁর বিরুদ্ধে হওয়া অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক নয়তো এফআইআরগুলি খারিজ করা হোক। সেই মামলার শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরের ওপর স্থগিতাদেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেয় আদালত।