জেলা

আমুল দুধের দাম বাড়ল

আমুল ব্র্যান্ডের বিভিন্ন বিভাগের দুধের দাম আজ থেকে বেড়ে গেল। ১ জুলাই (বৃহস্পতিবার) থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থা। উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় দুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সংস্থা সূত্রে খবর। তবে অভিযোগ শহর এবং জেলার বেশকিছু জায়গায় অন্য ব্র‌্যান্ডের সস্তা এবং ভাল দুধ ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে দাম বেশি দিয়ে আমূলের দুধ কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তাতে নাভিশ্বাস উঠেছে।

আমুল ব্র্যান্ড আজ থেকে প্রতি লিটারে ২ টাকা করে দাম বেড়েছে। আমুল ব্র্যান্ড নামে বিভিন্ন বিভাগের দুধ এবং অন্যান্য পণ্য বাজারজাত করে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)। সারা দেশ জুড়েই লিটার প্রতি দুধের দাম ২ টাকা করে বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থা। দুধের দাম বাড়ানোর সিদ্ধান্তের ব্যাপারে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ঘটনাকে দায়ী করেছে দুগ্ধ সমবায়টি।

জিসিএমএমএফের ম্যানেজিং ডিরেক্টর আরএস সোধি জানান, প্রায় এক বছর সাত মাস পর দাম বাড়ানো হচ্ছে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। নতুন দামগুলি গোল্ড, তাজা, শক্তি, টি-স্পেশাল, পাশাপাশি কাউ এবং বাফালো মিল্কের মতো আমুল ব্র্যান্ডের সমস্ত দুধের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন দাম অনুযায়ী, আমুল গোল্ডের প্রতি ৫০০ মিলির জন্য পড়বে ২৯ টাকা, আমুল তাজার নতুন দাম ৫০০ মিলির জন্য ২৩ টাকা এবং আমুল শক্তির দাম বেড়ে হবে প্রতি ৫০০ মিলির জন্য ২৬ টাকা। প্রতিলিটারে ২ টাকা করে মূল্যবৃদ্ধির অর্থ সর্বাধিক বিক্রিত মূল্যে ৪ টাকা বৃদ্ধি। দুগ্ধ সমবায়ের দাবি, এই মূল্যবৃদ্ধি বর্তমান মুদ্রাস্ফীতির তুলনায় অনেক কম।