বিনোদন

মা হলেন অমৃতা

অভিনেত্রী অমৃতা রাও মা হলেন। রোববার সকালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অমৃতা এবং তার সন্তান দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর মূখপাত্র।

তিনি বলেছেন, অমৃতা রাও ও আর জে আনমোল রোববার সকালে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সন্তানের জন্মের পর তারা দুজন অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সন্তান জন্ম দেয়ার সময় অমৃতার স্বামী তার সঙ্গে অপারেশন থিয়েটারে ছিলেন বলেই জানা গেছে।

সন্তান সম্ভাবনার কথা অমৃতা সবাইকে আগে জানাননি। গত ১৯ অক্টোবর নয় মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশের মাধ্যমে জানান। এরপর নবরাত্রির সময় ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিও শেয়ার করেন অমৃতা। সেখানে নয় মাসে গর্ভাবস্থা উপভোগ করছেন বলেও জানান তিনি।

সাত বছরের প্রেমের পর ২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা । এরপর তাকে খুব একটা বড় পর্দায় দেখা যায়নি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৯ সালে ‘ঠাকরে’ ছবিতে একটি ছোট চরিত্রে। বলিউডে অমৃতার উল্রেখযোগ্য সিনেমার মধ্যে ‘ম্যা হু না’, ‘বিবাহ’, ‘লাইফ হো তো অ্যায়সে’ ইত্যাদি উল্লেখযোগ্য। এর মধ্যে ‘বিবাহ’ ছবির জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা।