রাজ্য

রাজ্যে ল্যান্ডফল হবে আমফানের

আমফান নিয়ে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে দিল্লির মৌসম ভবন। আর তা থেকে জানা যাচ্ছে, ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। যার গতি এখন ঘণ্টায় ১৩ কিলোমিটার। দিঘা থেকে মোটামুটি ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। তবে দিল্লির মৌসম ভবনের মতে, পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার আগেই এটি সুপার সাইক্লোনের রূপ নেবে। ফলে একদিকে ওড়িশা অন্যদিকে বাংলা এই দুই রাজ্যে ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আমফান ক্রমশ উত্তর–উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। দিঘা এবং হলদিয়ায় এটি আছড়ে পড়তে পারে বুধবার রাত ৯–১২টার মধ্যে। আমফানে প্রভাবে ওড়িশা উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১৮–২১ তারিখের মধ্যে সেখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফলে সুন্দরবন, দিঘা এবং পুরীতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল।
জানা গিয়েছে, সোমবার দুপুর আড়াইটের পর থেকেই আমফান শক্তিশালী হতে শুরু করেছে আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে এটি সুপার সাইক্লোনে রূপান্তরিত হবে। বাংলাদেশের হাথিয়া দ্বীপ, দিঘা বা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সময়ে তা গতি হতে পারে ১৫৫–১৬৫ কিলেমিটার প্রতি ঘণ্টা বলে দাবি মৌসম ভবনের। ফলে সবাইকে ঘরেই থাকতে বলা হচ্ছে। আমফানের ল্যান্ডফল হতে পারে দিঘা ও বাংলাদেশের হাথিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। সাগর দ্বীপ ও কাকদ্বীপে মানুষকে সাবধান করা হচ্ছে।