আমলকী প্রাকৃতিকভাবে ত্বক এবং চুলের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। আমলকীর রসের স্বাস্থ্য উপকারিতার কথা অনেকের জানা। কিন্তু অনেকেই চিকিৎসার ক্ষেত্রে আমলকী ব্যবহার সম্পর্কে সচেতন নয়। আমলকী ত্বকের মৃত কোষ দূর করে জেল্লা ধরে রাখে।
আমলকীর রস ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। কারণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমলকীর প্রচুর গুনাগুণ রয়েছে। আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়না। এছাড়াও আমলকীতে থাকা এক চামচ আমলা গুঁড়ো নিয়ে মুখে স্ক্রাব করতে পারেন। এতে ত্বকের উজ্বলতা আরো বৃদ্ধি পাবে।
আমলকী প্রাকৃতিক উপায়ে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। আমলকীর রস একটি তুলোর সাহায্যে মুখে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তাতেই মুখ থেকে ব্রণের দাগ উধাও।
চুল পড়া নিয়ন্ত্রণেও আমলকী বেশ কার্যকর। কয়েক টুকরো শুকনো আমলকী নিয়ে জলে সিদ্ধ করুন। এরপর সেদ্ধ আমলকীর পেস্ট করে নিয়ে মাথার ত্বকের পাশাপাশি চুলেও প্রয়োগ করতে পারেন। প্রতি সপ্তাহে অন্তত একবার এই পেস্টটি চুলে লাগান। এটি চুল পড়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও পাতলা এবং শুকনো চুল এড়াতে নিয়মিত চুল ধুয়ে নেওয়ার আগে আমলকীর তেল ব্যবহার করতে পারেন। আমলকীর তেল চুলের জন্য খুব ভালো একটি কন্ডিশনার। এটি চুলকে প্রাকৃতিক উপায়ে চকচকে ভাব এনে দেয়।