বিনোদন ব্রেকিং নিউজ

অমিতাভ জানালেন খবরটা মিথ্যে

অভিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুধু তিনিই নন বচ্চন পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত। পুরো পরিবার আক্রান্ত হলেও সবার নজর অমিতাভ বচ্চনের দিকেই বেশি। তাই অমিতাভ কেমন আছেন সে খবরের আপডেট প্রতিদিনই গণম্যধমে আসছে। বৃহস্পতিবার অনেকগুলো সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সিনিয়র বচ্চনের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। খবরে বলা হয়, শিগগিরই অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু খবরটি সঠিক নয় বলেই দাবী অমিতাভের। হাসপাতাল থেকে টুইটে বিগ বি জানান, তার করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে বলে যে খবর ছড়িয়ে গেছে, তা মিথ্যে এবং অসংশোধিত।

গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হন। সঙ্গে অভিষেকও। তাদের দুজনকেই ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। তবে অমিতাভ ও অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।