অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তিত ছিলেন ভক্তরা। ১১ জুলাই রাতে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি তিনি নিজেই জানিয়েছিলেন।
এদিকে আজ বৃহস্পতিবার জানা যায় তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিংবদন্তি এই অভিনেতার আরোগ্য কামনায় ভক্তরা যজ্ঞ, পুজোপাঠ, মৃত্যুঞ্জয় জপ, কিছুই বাদ দেননি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অমিতাভ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এক বিশেষ টিমের কড়া পর্যবেক্ষণে ছিলেন অমিতাভ। এবার তার কোভিড-19 রিপোর্ট নেগেটিভ আসায় ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
জানা যায়, অভিষেক বচ্চনের অবস্থাও এখন স্থিতিশীল। ফলে দিন দুয়েকের মধ্যেই বাবা এবং ছেলেকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে শোনা যাচ্ছে।