বিনোদন

অমিতাভ শুরু করেছেন শুটিং

করোনা টলাতে পারেনি বিগ-বি অমিতাভ বচ্চনকে। হাসপাতাল থেকে ফিরে দিন কয়েকের বিশ্রামের পরই হাজির হয়েছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি-১২’-এর (কেবিসি) সেটে। অত্যাধিক সুরক্ষা মেনে শুটিং পর্ব শুরু হয়েছে। নিরাপত্তার কথা ভেবে গ্লাভস, পিপিই থেকে শুরু করে কোনও কিছুই বাকি রাখা হয়নি। যাবতীয় সুরক্ষা কবজে উপস্থিত ক্রু সদস্যরা সেট মুড়ে ফেলেছেন।

টুইটারে অমিতাভ লেখেন, ‘নতুন ব্যবস্থাতে কাজ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। যেন একটি পরীক্ষাগারের মধ্যে রয়েছেন সবাই।’

সেটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।
এটা কেবিসির পর্ব নয়, আগামী মৌসুমের প্রমোর শুটিং করা হচ্ছে। যা শিগগিরই টেলিভিশনের পর্দায় আসবে। রবিবার (২৩ আগস্ট) অমিতাভ বচ্চন কেবিসি-১২ প্রচারের জন্য শুটিং করেছেন। চলচ্চিত্র নির্মাতা নিতেশ তিওয়ারি ন্যূনতম ক্রু সদস্য নিয়ে চালিয়ে যাচ্ছেন শুটিং।