দেশ ব্রেকিং নিউজ

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে আইনি জটিলতায় অমিতাভ বচ্চন

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে এবার আইনি জটিলতায় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট-এর বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে বিগ বি-র বিরুদ্ধে। সেই কারণে ১০ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। এই সংক্রান্ত ইমেলও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট শপিং সাইটের কাছে।

জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’ উপলক্ষে একটি মোবাইলের বিজ্ঞাপনীতে অভিনেতাকে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে তিনি ফোনের ফিচার্স এবং দাম নিয়ে কথা বলেছেন। যেখানে কিনা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে বিগ বি-র ওপর। ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা আইনে অভিনেতা ও ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মোবাইলের দাম, ফিচার, কোয়ালিটি সবকিছু যাচাই না করেই বিজ্ঞাপনে মুখ দেখানো যে ভুল, তা বুঝতে পারেননি অভিনেতা। ক্রেতা সুরক্ষা দফতরের অভিযোগ, যেহেতু এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করেই অভিনেতার মুখ দেখানো হয়েছে, তাই বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও।